↪︎ সবাইকে জানাই স্বাগতম 📌
ঢাকা, রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
logo
মনের গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন, শাহিদ কাপুর

শাহিদ কাপুর মনের গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন!

What Shahid Kapoor did with the heroine to fulfill his secret desire


winpaid প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম

শাহিদ কাপুর মনের গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন!

🌟 শাহিদ কাপুর মনের গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন!

বলিউডের স্টাইলিশ ও রোমান্টিক হিরো শাহিদ কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের গোপন ইচ্ছা নিয়ে মুখ খুলেছেন, যা শুনে অবাক হয়েছেন অনেকেই।

🎥 এক জনপ্রিয় টক শো-তে শাহিদকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি এত রোমান্টিক চরিত্রে কাজ করেন, এগুলোর পেছনে কি ব্যক্তিগত কোনো বাসনার ছোঁয়া আছে?"

শাহিদ হেসে জবাব দেন,
"পর্দার ভেতরেই আমি আমার অনেক গোপন ইচ্ছা পূরণ করি। নায়িকাদের সঙ্গে রোমান্টিক সিন করতে করতেই হয়তো বাস্তবে যা করা সম্ভব নয়, তা করে ফেলি অভিনয়ের ছলে!"

🤣 উপস্থিত দর্শকরাও হেসে ওঠেন, আর শাহিদের এই খোলামেলা স্বীকারোক্তি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

 

তবে শাহিদ স্পষ্ট করে বলেন,
"সবটাই স্ক্রিপ্টের প্রয়োজনেই করি। অভিনয় আমার প্যাশন, আর চরিত্রে ঢুকে যাওয়া আমার দায়িত্ব। বাস্তব জীবনে আমি খুবই সিম্পল মানুষ।"